দ্য ওয়াল ব্যুরো: দুপুর ১টা ৩৯ মিনিটে ককপিট থেকে ভেসে এসেছিল শেষ বার্তা— "মে ডে, মে ডে… নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন…" তারপরই আছড়ে পড়ে বিমান, জানিয়ে দিল বিমান পরিবহণ মন্ত্রক (Aviation Ministry On Ahmedabad Air Crash)। জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্ক্রিনে তখন আতঙ্ক ছড়িয়েছে সেই সঙ্কেত। আন্তর্জাতিক উড়ান বিধিতে এই সঙ্কেতই জানিয়ে দেয়, বিমান ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে।