দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল উত্তেজনার জেরে আকাশপথে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে একাধিক এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়েছে বা বাতিল করা হয়েছে। এর মধ্যে মুম্বই থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া একটি ফ্লাইট তিন ঘণ্টা আকাশে থাকার পর মুম্বই বিমানবন্দরে ফিরে আসে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। বিমানটি ভোর ৫টা ৩৯ মিনিটে উড়ে তিন ঘণ্টা আকাশে ছিল।