দ্য ওয়াল ব্যুরো: আমাদের প্রত্যেকেরই কম-বেশি লাকি নম্বর থাকে, লাকি কালার থাকে বা লাকি জামা কাপড়। যেকোনও শুভ কাজে বা ভাল কিছুতে সেই সব জিনিস ব্যবহারের চেষ্টা হয়। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও এমনই ছিলেন। তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন, '১২০৬' ছিল তাঁর কাছে সৌভাগ্যের সমান। কিন্তু বিধাতার কী অদ্ভুত খেলা। ১২০৬-তেই লন্ডনগামী বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। পৌঁছন হল না গন্তব্যে।