দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনা আরও একবার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। এক বছর আগেই বোয়িং সংস্থার এক ইঞ্জিনিয়ার স্যাম সালেহপুর অভিযোগ করেছিলেন, যে ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ফিউজেলাজ জোড়ার সময় শর্টকাট নিয়েছিল আমেরিকান এয়ারক্রাফট নির্মাণকারী সংস্থা। তিনি সতর্ক করেছিলেন, এই ভুল পদ্ধতির কারণে বিমানের কাঠামো দুর্বল হয়ে যেতে পারে এবং বহুবার উড়ানের পরে মাঝ আকাশেই ভেঙে পড়তে পারে বিমান। ঠিক তার এক বছরের মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Ahmedabad Plane Crash)।