দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ (Ahmedabad Plane Crash) থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের দিকে সবে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু ওড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ডিজিসিএ (DGCA) বা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।
জানা গিয়েছে, বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে।