দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu News) তেঙ্কাসি জেলায় ভয়াবহ বাসদুর্ঘটনা (Bus Accident)। সোমবার সকালে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কম করে ছ’জনের (Bus Accident Death)। জখম অন্তত ২৮ জন। দুর্ঘটনার তীব্রতায় দু’টি বেসরকারি বাসই দুমড়ে-মুচড়ে চুরমার হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদুরাই (Madurai) থেকে সেঙ্কোটাইগামী একটি কেসার বেসরকারি বাস এবং তেঙ্কাসি থেকে কোইলপট্টির দিকে যাওয়া আরেকটি বাসের মধ্যে ভয়াবহ ধাক্কা লাগে। স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
#REL