দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজেই 'মিরাকেল'। আমদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) একমাত্র জীবিত যাত্রী। ঘটনার দিন থেকে স্বাভাবিকভাবেই হাসপাতালে ভর্তি ছিলেন বিশ্বাস কুমার রমেশ (Vishwas Kumar Ramesh)। মঙ্গলবার ভোর রাতে ৬ দিনের মাথায় হাসপাতাল ছাড়া পেয়েছেন (Discharged From Hospital) তিনি। ইতিমধ্যে তাঁর পরিবারের বাকি সদস্যরা তাঁকে নিয়ে দিউ নিজেদের বাড়ি ফিরে গেছেন।