দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) এক সপ্তাহ পর দুর্ঘটনাস্থলে শেষ হল মুখ্য তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ। এখন তদন্তকারীরা শুধু বিমানের ‘ব্ল্যাক বক্স’-এর সব তথ্য জানার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে জানা গেছে, উড়ানের ঠিক আগে কোনও সমস্যা ধরা পড়েনি ওই বিমানে। তাহলে কেন উড়ানের কিছু মুহূর্তের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ল (Air India Crash) তা এখনও রহস্য।