দ্য ওয়াল ব্যুরো: যে কোনও বিমান দুর্ঘটনা ঘটলে সবার আগে খোঁজ পড়ে 'ব্ল্যাক বক্স'-এর (Black Box)। কারণ এর থেকেই মূলত দুর্ঘটনার আসল কারণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার (Ahmedabad Plane Crash) পরও এর খোঁজ শুরু হয়েছিল স্বাভাবিক নিয়মেই। কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও তা মিলছিল না। অবশেষে শুক্রবার বিকেলে তা উদ্ধার হল।