দ্য ওয়াল ব্যুরো: ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার সাম্প্রতিক হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জে (United Nation) নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তেহরান (Tehran)। রোববার এক চিঠিতে রাষ্ট্রপুঞ্জে ইরানের (Iran) রাষ্ট্রদূত আমির সইদ ইরাভানি এই আবেদন জানান। আমেরিকার “অসৎ ও বেআইনি আগ্রাসনের” বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জ সনদের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করানোর আর্জি জানান তিনি।
চিঠিতে রাষ্ট্রদূত লেখেন, “জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গকে অবশ্যই সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে এই বেআইনি আগ্রাসনের জন্য আমেরিকাকে আন্তর্জাতিকভাবে দায়ী করা যায়।”