দ্য ওয়াল ব্যুরো: যদি ইজরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা ইরানে আক্রমণ করে, তাহলে তারা লোহিত সাগরে (Red Sea) মার্কিন জাহাজগুলিকে টার্গেট করবে, ইরান-ইজরায়েল সংঘাতের (Israel-Iran Conflict) আবহে শনিবার আমেরিকার উদ্দেশে এই হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী (Houthi Rebels)। উল্লেখ্য, গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথি গোষ্ঠী একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল, যেখানে ঠিক করা হয়েছিল, উভয় পক্ষই একে অপরকে টার্গেট করবে না। এই হুমকি সেই চুক্তিকেই প্রশ্নের মুখে ফেলেছে।