দ্য ওয়াল ব্যুরো: ইরান ও ইজরায়েলের সংঘাত (Iran-Israel Conflicts) বিশ্বজুড়ে উদ্বেগের মহল তৈরি করে দিয়েছে। তবে এই পরিস্থিতি ফের একটি প্রশ্ন জাগিয়ে দিল। কেন এতসংখ্যায় ভারতীয় পড়ুয়া ডাক্তারি (Indian Medical Students) পড়তে বিদেশে যান? বিশেষ করে কাশ্মীরি ছাত্রছাত্রীদের (Kashmiri Students) একটা বড় অংশ কেন ইরানকেই (Iran) বেছে নেয়?