দ্য ওয়াল ব্যুরো: দুই বছরের দীর্ঘ বন্দিদশার পর গাজা থেকে মুক্তি পেতে চলেছেন কয়েক ডজন ইজরায়েলি বন্দি। সোমবার ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস প্রায় ২,০০০ জন বন্দির বিনিময়ে এই ৪৮ জনকে মুক্তি দিতে চলেছে।
দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক পদক্ষেপ করল ইজরায়েল ও হামাস। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পণবন্দি ও আটক বিনিময় প্রক্রিয়া। এই চুক্তিকে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশা দুই'ই ছড়িয়ে পড়েছে ইজরায়েল ও গাজায়।
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দ্রুত ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার কঠোর বার্তা দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যদি বিলম্ব করে, তবে গাজায় আরও বিপর্যয় ঘটার ঝুঁকি থাকবে।
নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ট্রাম্প সরাসরি বলেন, তিনি কোনো ধরনের বিলম্ব সহ্য করবেন না। "হামাসকে দ্রুত এগোতে হবে, নয়তো সব হিসেব বদলে যাবে। আমি কোনও বিলম্ব সহ্য করব না, যা অনেকেই ভাবছেন যে হতে পারে, অথবা এমন কোনও পরিস্থিতি যেখানে গাজা আবারও হুমকি হয়ে উঠবে।" ট্রাম্প আরও বলেন, "দ্রুত এই কাজটা শেষ করা যাক।"
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দ্বন্দ্বের মধ্যে অপ্রত্যাশিত মোড়—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রস্তাবে প্রথমে নীরব থাকা প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস (Hamas) অবশেষে সম্মতি জানাল। শুক্রবার হামাসের যে বিবৃতি প্রকাশিত হয়, সেটি ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—অর্থাৎ মধ্যস্থতায় যুক্ত আমেরিকার প্রস্তাবনাকে কার্যত স্বীকৃতি দিল সংগঠনটি।
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-হামাস সংঘাতের (Israel Hamas War) অবসান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।। হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প বড় মন্তব্য করেছেন। দাবি, মধ্যপ্রাচ্যে এবারই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেটানিয়াহু। হামাসের বিরুদ্ধে 'কাজ শেষ করার' ঘোষণা করেন। কিন্তু কোথায় কী, ঠিক একদিন পর শনিবার গাজায় নতুন ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জনের মৃত্যু হল। একই পরিবারের নয়জন সদস্যও রয়েছেন তালিকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কেন্দ্রীয় ও উত্তর গাজায় পরিচালিত এই হামলায় ঘরে বসে এই নয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার কেন্দ্র ছিল নুসেইরত শরণার্থী শিবির, শাতি শরণার্থী শিবির এবং তুফাহ এলাকায়।
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (UN) নিন্দা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় (Gaza) ফের বড় ধরনের হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী (Israel)। গত ২৪ ঘন্টায় গাজায় ইজরায়েলি সৈন্যের আক্রমণে ৯৮ প্যালেস্তিনিয় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৩৮৫৷ প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। বহু দেহ ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে আছে।
রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং মার্কিন চাপে গত বছর মার্চে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইজরায়েল৷ কিন্তু শর্ত ভেঙে চলতি বছরের জুন থেকে নতুন করে হামলা শুরু করেছে তারা।
দ্য ওয়াল ব্যুরো:উত্তর প্যালেস্তাইনের অন্তর্গত গাজা শহর দখলে সামরিক অভিযানে শেষ কামড় দিতে চলেছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা রাতভর বৈঠকের শেষে ভোররাতের দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজ দখলের ছক অনুমোদন করেছে। গাজা সহ প্যালেস্তাইন জুড়ে ইজরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্র হানায় দীর্ঘদিন ধরে সেখানে খাদ্যাভাব দেখা দিয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: হামাস (Hamas) শান্তি চায় না, তাই শক্তি প্রয়োগ করেই কাজ সেরে ফেলতে হবে! ইজরায়েলকে (Israel) এমন বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর স্পষ্ট কথা, ‘‘হামাস আদৌ কোনও শান্তিচুক্তি চায় না। মনে হচ্ছে ওরা মৃত্যুই চায়। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আর বসে থাকলে চলবে না।’’