দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। লঞ্চ কর্মীদের তৎপরতায় কোনওমতে উদ্ধার করা হল তাঁদের। এই ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ল হাওড়ায়।
এদিন সকালে সালকিয়া বাঁধাঘাট থেকে ভূতল পরিবহণের একটি লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলা যাচ্ছিল লঞ্চটি। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। তাঁদের ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। তৎপরতার সঙ্গে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করেন।
#REL