দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। বর্তমানে তিনি ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।
‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবির প্রচারে কপিল শর্মা-সহ সিনেমার কলাকুশলীরা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতীর শোয়ে। শুটিং সেটে ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটির প্রবেশের সময় তাঁদের সিনেমারই একটি গানে নাচতে দেখা যায়। সেই মুহূর্তেই রসিকতার ছলে আয়েশা খানের চেহারা নিয়ে মন্তব্য করেন ভারতী।
#REL