দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মা মানেই হাসি-ঠাট্টা আর রসিকতা। সাম্প্রতিককালে যে অবতার নিয়ে তিনি সামনে এসেছেন, তাতে চমকে গিয়েছেন অনেকেই। আগের তুলনায় অনেক বেশি রোগা, তীক্ষ্ণ চেহারা, আত্মবিশ্বাসে ঝলমল, এই নতুন কপিলকে (Kapil Sharma Weight Loss) দেখে মুগ্ধ ভক্তরা। এবার হাসির দুনিয়া ছেড়ে শরীরচর্চার জন্যও প্রশংসা কুড়োচ্ছেন অভিনেতা-কমেডিয়ান। আর এই রূপান্তরের পিছনে রয়েছেন তারকা ফিটনেস ট্রেনার যোগেশ ভাটেজা (Yogesh Vateja), যিনি সোনু সুদ ও ফারাহ খানের মতো তারকাদেরও ট্রেনিং দিয়েছেন।