দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের অগস্ট মাসে বৃহস্পতির দুটি গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তন ঘটবে, যা 'দ্বিগুণ গোচর' (Jupiter transit) নামে পরিচিত। বর্তমানে বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রে অবস্থান করছেন। ২৯ অগস্ট সকাল ৭টা ৩৯ মিনিটে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছে। পুনর্বসু নক্ষত্র জ্ঞান, ব্যবসা, যোগাযোগ ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। ৩০ অগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবেন। এই দুটি পরিবর্তন সম্মিলিতভাবে এক শক্তিশালী 'রাজযোগ' (Rajyog) তৈরি করতে পারে।