দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো 'মন্নত' একসময় ছিল বলিউডের যে কোনও বড় উৎসবের কেন্দ্রবিন্দু। কিন্তু করোনা মহামারীর পর এবং ছেলে আরিয়ান খানের মাদকমামলায় নাম জড়ানোর পর থেকে সেই জাঁকজমক অনেকটাই কমেছে। এবার প্রশ্ন উঠেছিল, ২০২৫ সালে কি কিং খান তাঁর নতুন ঠিকানায় দিওয়ালি পার্টির আয়োজন করবেন?