দ্য ওয়াল ব্যুরো: শারজার (Sharjah) রাত পাকিস্তানের (Pakistan) কাছে হয়ে উঠল নিখাদ আত্মবিশ্বাস প্রদর্শনের মঞ্চ। আফগানিস্তানকে (Afghanistan) ৭৫ রানে উড়িয়ে ট্রাই সিরিজের ট্রফি ঘরে তুলেছে সলমন আঘার (Salman Agha) দল। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ—এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত–পাকিস্তান লড়াইয়ের আগে তাই অধিনায়কের কণ্ঠে আস্থার সুর। বলেছেন, ‘দল এখন ভাল জায়গায়, প্রস্তুতি একদম ঠিকঠাক!’