দ্য ওয়াল ব্যুরো: ‘সাইয়ারা’-র সাফল্যের পরে ফের আলোচনায় পরিচালক মোহিত সুরি। বক্স অফিসে ছবিটি যখন চমক দেখাচ্ছে, তখন পরিচালক ফিরছেন নিজের পুরনো স্মৃতির ঝুলিতে। বিশেষ করে, তাঁর অন্যতম সফল ছবি 'আশিকি ২' নিয়ে। সেই ছবির জুটি শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরকে নিয়ে আজও দর্শকদের উন্মাদনা কমেনি। যদিও কয়েক বছর আগেই রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার পর অনেকেই তুলনায় ফেলেছিলেন—আদিত্য-শ্রদ্ধা কি পারবেন সেই জুটির সঙ্গে পাল্লা দিতে?