দ্য ওয়াল ব্যুরো: কন্যা রাহা কাপুরকে স্বাগত জানানোর পর অভিনেত্রী আলিয়া ভাটের জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন। সম্প্রতি কাজল এবং টুইঙ্কল খান্নার টক শো 'টু মাচ'-এ এসে আলিয়া তাঁর স্বামী রণবীর কাপুর-এর রুটিন, নিজের ঘুম চক্র এবং প্রসবের পর ওজন কমানো নিয়ে হওয়া আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন।
আলিয়া ভাট জানান, তিনি সবসময়ই তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি ওঠার অভ্যাস মেনে চলতেন। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পর এই রুটিন আরও পাকাপোক্ত হয়েছে।
#REL
"যখন আপনার একটি শিশু থাকে, তখন আপনার সব বদলে যায়। যদি আপনি না-ও চান, রাহা আপনাকে জাগিয়ে তুলবেই," আলিয়া বলেন।