দ্য ওয়াল ব্যুরো:ভারতের সিন্ধু জলচুক্তি বন্ধে পাকিস্তান নির্জলা হয়ে পড়েছে। গোটা দেশ জলের হাহাকারে ভুগছে। শুক্রবার ফের একজন পাক রাজনীতিক কাতর স্বরে শাহবাজ শরিফ সরকারের কাছে ভারতের ছোড়া ‘
দ্য ওয়াল ব্যুরো:একমাস কেটে গেল। পহলগামে পাকিস্তানি মদতে জঙ্গি হামলায় নিহতদের পারলৌলিক যাবতীয় শ্রাদ্ধানুষ্ঠানও হয়ে গিয়েছে। কিন্তু, যে চার বা পাঁচ, ছয় জঙ্গি এই ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছে তাদের খোঁজ কোথায়? আজ পর্যন্ত সেই তদন্তে কোনও মোচড় কি
দ্য ওয়াল ব্যুরো: দেশে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (Inter-Services Intelligence) ভারতে ভয়াবহ হামলার ছক কষেছিল, যা পহেলগাম গণহত্যারও আগে থেকে পরিকল্পিত ছিল। সময় থাকতে ওই ষড়যন্ত্রের জাল ভেঙে ফেলায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর তখন পটে আঁকা ছবির মতো সুন্দর ছিল। পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ ছিঁড়ে এনে রেখে দিয়েছিল যেন কেউ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যাবেন সেই স্বর্গছেঁড়া ভূস্বর্গে। ভগ্নস্বাস্থ্য উদ্ধারে। সঙ্গে থাকবেন মেয়ে ইন্দিরা 'প্রিয়দর্শিনী' গান্ধী। তাঁর দুই ছেলে রাজীব ও সঞ্জয়। বড়জনের বয়স তখন ১৮ বছর, ছোটটি ১৬ বছরের কিশোর।
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানি গোয়েন্দারা ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তুলছিল বলে দাবি করল পুলিশ। রবিবার হিসারে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান।
৩৩ বছর বয়সি জ্যোতি (ইউটিউব চ্যানেলের নাম Travel with JO)-কে শুক্রবার হরিয়ানার নিউ অগ্রসেইন এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে পেশের পর পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: এক মাসের মধ্যে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দুনিয়াটাই বদলে গিয়েছে!
কিছুদিন আগেই কেন্দ্রের সর্বদল বৈঠকে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া হচ্ছিল যার, তিনিই এখন প্রবল পাকিস্তান বিরোধিতার সূত্রে খবরের শিরোনামে। পহেলগামে জঙ্গি নাশকতা, ২৬ জন নাগরিকের মৃত্যুর পর ভারতের পালটা আঘাত এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংর্ঘর্ষের সূত্রে মুখ খোলেন ওয়েইসি। যে কারণে মুলুকের ওপার থেকে ধেয়ে আসতে থাকে বিদ্রূপ, কটূক্তি।
দ্য ওয়াল ব্যুরো: ‘পহেলগাম (Pahalgam) শুধু পর্যটকদের, যে দেশ থেকেই মানুষ এখানে আসবেন তাঁদের সবাইকে স্বাগত। যে কোনও সমস্যায় আগে আমরা বুক চিতিয়ে দাঁড়াব।’- কাশ্মীরের মাটিতে হওয়া তিরঙ্গা যাত্রা (Tiranga Yatra) থেকে বার্তা দিলেন স্থানীয় মানুষ। কাশ্মীর (Kashmir) ভারতের অংশ, স্পষ্ট কথা তাঁদের।
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি মদত নিয়ে পাকিস্তানকে খোলা হাটে 'নাঙ্গা' করে তুলে ধরতে গোলটেবিল কূটনীতির আশ্রয় নিচ্ছে ভারত। আর এই অস্ত্রে ঘায়েল করতে সর্বদল সংসদীয় প্রতিনিধিদের বিদেশ সফরে পাঠানো হবে। পহলগাম সন্ত্রাস পরবর্তী প্রত্যাঘাতের যুক্তি ও পাকিস্তান সরকার ও সেদেশের সেনাবাহিনী যে লস্কর-ই-তোইবা ও জইশ-ই-মহম্মদের মতো আন্তর্জাতিক খাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে তা তুলে ধরবেন প্রতিনিধিরা।
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় ভারতীয় সেনার (Indian Army)। নিরাপত্তারক্ষীদের ফাঁদে পড়েছিল তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিন জঙ্গিকেই নিকেশ করা সম্ভব হয়েছে। তাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমদ ভাট। প্রত্যেকেই পুলওয়ামার বাসিন্দা ছিল। ঘটনার ঠিক আগের মুহূর্তের ছবি উঠে এসেছে ড্রোনে। কীভাবে জঙ্গিরা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, কীভাবে গুলি থেকে বাঁচার চেষ্টা করছিল, তা দেখা যাচ্ছে স্পষ্ট।
দ্য ওয়াল ব্যুরো: পহলগামে জঙ্গি হানার বদলায় অপারেশন সিঁদুরের সাফল্যে দেশে জাতীয়তাবোধের ঢেউ জেগেছে। যে পরমবীরদের আত্মত্যাগে আড়ালে চোখের জল ফেলছেন তাঁদের পরিবার-পরিজন, তাঁদের নাম লেখা থাকবে বীরত্ব, শৌর্যবীর্যের ইতিহাসে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ও পড়শি দেশের হানাদারিতে বেশ কয়েকজন বীরের মৃত্যু বরণ করে শহিদ হয়েছেন।
পদ, কৃতিত্ব, শিক্ষাদীক্ষা সবকিছুকে পিছনে সরিয়ে এই বীরনায়কদের স্মরণ করবে দেশবাসী। কী তাঁদের জাত, পরিচয়, কোন রাজ্যের বাসিন্দা, উর্দির রং কী, তা অবান্তর। এঁরা সকলেই যে ভারতমাতার বীর সন্তান, এটাই তাঁদের পরিচয়।