দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি মদত নিয়ে পাকিস্তানকে খোলা হাটে 'নাঙ্গা' করে তুলে ধরতে গোলটেবিল কূটনীতির আশ্রয় নিচ্ছে ভারত। আর এই অস্ত্রে ঘায়েল করতে সর্বদল সংসদীয় প্রতিনিধিদের বিদেশ সফরে পাঠানো হবে। পহলগাম সন্ত্রাস পরবর্তী প্রত্যাঘাতের যুক্তি ও পাকিস্তান সরকার ও সেদেশের সেনাবাহিনী যে লস্কর-ই-তোইবা ও জইশ-ই-মহম্মদের মতো আন্তর্জাতিক খাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে তা তুলে ধরবেন প্রতিনিধিরা।