দ্য ওয়াল ব্যুরো: রাম-রাবণের যুদ্ধও শেষ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধও থেমেছিল। সবকিছুর পিছনে ছিল সেই মোক্ষম বাণী...বিনাশয় চ দুষ্কৃতম। কিন্তু, অপারেশন সিঁদুর ও তার পরবর্তী ভারত-পাকিস্তানের এত বড় যুদ্ধের শেষে একটাই প্রশ্ন উঠে আসছে, পহলগামের রিসর্টে ২৬ জনের গণহত্যার চার-পাঁচ বা ছয় ঘাতকের কী হল?