দ্য ওয়াল ব্যুরো: ফের সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা, ফের আর্থিক ক্ষতি। এবার ঘটনাস্থল নয়ডা (Noida)। এক বৃদ্ধার (Old Woman) সঙ্গে প্রতারণা করে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নিল প্রতারকরা (Scammers)। আর এই ঘটনায় তারা হাতিয়ার করেছে পহেলগাম জঙ্গি হানার ঘটনাকে (Pahalgam Attack)।