দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam) ২২ এপ্রিলের রক্তক্ষয়ী জঙ্গি হামলার প্রায় তিন মাস পর, ২৮ জুলাই শ্রীনগরের দাচিগামে ‘অপারেশন মহাদেব’-এ (Operation Mahadev) নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তিন লস্কর-ই-তইবা জঙ্গি। এবার সেই ঘটনার তদন্তে উঠে এল গুরুত্বপূর্ণ প্রমাণ— নিহত তিন জঙ্গিই ছিল পাকিস্তানের নাগরিক (Pakistani) এবং তারাই পহেলগামের হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলব।
দ্য ওয়াল ব্যুরো:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে বললেন, সিঁদুরের প্রতিশোধের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। আর অপারেশন সিঁদুরের সাফল্য অর্পণ করলেন ধ্বংসের দেবতা স্বয়ং মহাদেবের চরণে। এদিন কাশীতে এসে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার বদলা অভিযান অপারেশন সিঁদুরের সাফল্য তিনি বিশ্বনাথের পায়ে সমর্পণ করে বলেন, আমরা সিঁদুর মুছ
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল ভারত। সেই সময়ে পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল গুটিকয়েক দেশ, তার মধ্যে ছিল তুরস্ক (Turkey)। সেই কারণে ভারতীয়রা তুরস্ককে বয়কট করার ডাক দিয়েছিল। আর সেই ডাক যে সফল হয়েছে তা সাম্প্রতিক পরিসংখ্যানই স্পষ্ট হয়ে গেছে।
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Jammu Kashmir Srinagar) পোস্টিং থাকাকালীন ব্যাটেলিয়ন হেডকোয়ার্টার থেকেই নিখোঁজ হয়ে গেলেন বিএসএফের এক জওয়ান (BSF Jawan)। বৃহস্পতিবার গভীর রাতে পন্থাচকের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে নিখোঁজ (Missing) হন ওই জওয়ান। তাঁর নাম সুগম চৌধুরী।
এই খবর পাওয়ার পরই তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন তাঁর সহকর্মী জওয়ানরা। তবে আশপাশের এলাকায় তন্নতন্ন করে খোঁজা হলেও (Search Operation) এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। সূত্রের খবর, বিএসএফ জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট দায়ের করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তদন্ত চলছে।
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে 'অপারেশন মহাদেব' অভিযান (Operation Mahadev) করে পহেলগাম হামলার (Pahalgam Attack) অন্যতম মূল তিন মাথাকে খতম করেছে ভারতীয় সেনা (Indian Army)। মাত্র ৩ ঘণ্টার মধ্যেই এই অভিযানে সাফল্য লাভ করে তারা। কিন্তু ঠিক কীভাবে সফলতা এল? জানা গেছে, ধাপে ধাপে একাধিক পদক্ষেপ নেওয়ার পরই ওই জঙ্গিদের নিধন করতে পেরেছে সেনাবাহিনী।
পহেলগাম জঙ্গি হামলার পর তিন জঙ্গির খোঁজে দফায় দফায় গোয়েন্দা অভিযান চালানো হয়েছিল। প্রায় তিন মাসের তল্লাশি অভিযানের পর ৩ ঘণ্টায় সাফল্য মিলেছে। ধাপে ধাপে কীভাবে সাজানো হয়েছিল জঙ্গি ধরার এই অপারেশন — জেনে নিন।
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Attack) তিন মূলচক্রী কাশ্মীরেই (Jammu and Kashmir) লুকিয়ে ছিল। 'অপারেশন মহাদেব' (Operation Mahadev) অভিযানে তাদের খতম করেছে যৌথ বাহিনী। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার হাসিম মুসা, যার নেতৃত্বেই ২২ এপ্রিলের হামলা সংগঠিত হয়েছিল। নিহতদের মধ্যে বাকি দুই পাকিস্তানি নাগরিক হাবিব তাহির ও জিবরান। এদের সকলের ছবি প্রকাশ্যে এসেছে।
দ্য ওয়াল ব্যুরো:পহলগামের ৩ ঘাতককে ভারতীয় সেনাবাহিনী খতম করে দেওয়ায় ফের মিথ্যার আশ্রয় নিয়ে বিরাট অভিযোগ তুলল পাকিস্তান। পহলগামে পাকিস্তানি জঙ্গিহানার ৯৮ দিন পর শ্রীনগরের কাছে মহাদেবগিরির জঙ্গলে লুকিয়ে থাকা মূল পান্ডা হাসিম মুসা ওরফে সুলেমান শাহ সহ তিনজনকে নিকেশ করেছে সেনার নেতৃত্বে যৌথ বাহিনী। অপারেশন মহাদেব নামে ওই অভিযান এখনও চলছে।
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) অন্যতম মূলচক্রী সুলেমান শাহ সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছে শ্রীনগরের কাছে সেনা অভিযানে। এ খবর শুনে একটু যেন হালকা হলেন ঐশন্যা দ্বিবেদী। যাঁর চোখের সামনেই দক্ষিণ কাশ্মীরের পহেলগামে জঙ্গির গুলিতে নিহত হন তাঁর স্বামী শুভম দ্বিবেদী।
'কষ্ট তো যাবে না, কিন্তু কিছুটা শান্তি পেলাম', জঙ্গি মৃত্যুর খবরে এমনটাই বললেন কানপুরের বাসিন্দা ঐশন্যা। সেনার অভিযানকে (Operation Mahadev) সাধুবাদ জানালেন তিনি।