দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি ও কটাক্ষের মুখে দমে গেলেন না তিনি। বরং আরও দৃঢ় হলেন। নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহারন মামদানির (Zohran Mamdani) স্পষ্ট কথা, “আমি আমার লড়াই থামাব না। আমি রুখে দাঁড়াব।”
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচনী প্রার্থী জোহরান মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পরিস্থিতিতেই, কোনও হুংকারে মাথা নত করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যদি মামদানি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)–কে তার কাজ থেকে বিরত রাখেন, তবে তাঁকে ‘গ্রেফতার’ করা হবে। তবে সেই হুমকিকে চ্যালেঞ্জ জানিয়ে মামদানি একথা স্পষ্ট করে দিলেন।
মার্কিন রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত মামদানি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি নভেম্বরের নির্বাচনেই অংশ নেবেন।
দ্য ওয়াল ব্যুরো:ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য ৩৩ বছরের জোহরান মামদানি শহরের হবু মেয়র হওয়ার পথে আর কয়েক ইঞ্চি দূরে। ভারতীয় বংশোদ্ভূত জোহরান হলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। শহরের প্রথম বামপন্থী মুসলিম মেয়র পদে বসতে চলায় মামদানির ব্যক্তি জীবনও এখন সংবাদের শিরোনামে। বিশেষত তাঁর শিকড় ভারতের সঙ্গে জ
দ্য ওয়াল ব্যুরো:আমেরিকার নিউইয়র্ক সিটির ভাবী মেয়র তথা আপাদমস্তক বামপন্থী সরব নেতা জোহরান মামদানিকে ইতিমধ্যেই আমেরিকা ও ভারতেও চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রধানত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বলেই নয়, তিনিই নিউইয়র্কের প্রথম বাম ও মুসলিম ডেমোক্র্যাট নেতা যিনি এই পদে বসতে চলেছেন। অন্যদিকে, কট্টর মোদী বিরোধিতা, হিন্দুধর্মের প্রতি কড়া সমালোচক সর্বোপরি ভার
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের (New York) ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা নেতা জোহারান মামদানিকে (Zohran Mamdani) নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁকে আক্রমণ করে ‘১০০ শতাংশ কমিউনিস্ট পাগল’ বলে কটাক্ষ করেছে তিনি। ট্রাম্পের নিশানায় রয়েছে বাকি ডেমোক্র্যাট নেতারাও।