দ্য ওয়াল ব্যুরো: দুই দেশের সম্পর্ক তলানিতে। পহেলগাম হামলার (Pahalgam Attack) পর পড়শি দেশে সিঁদুর অভিযান (Operation Sindoor) করেছিল ভারত (India)। ধ্বংস করা হয়েছিল একাধিক জঙ্গি ঘাঁটি। শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত করে দিয়ে পাকিস্তানকে (Pakistan) 'জলে মেরেছে' নয়াদিল্লি। তবে দিনের শেষে মানবতার উদাহরণও রাখল ভারত। জম্মু-কাশ্মীরের সম্ভাব্য বন্যা পরিস্থিতি (Jammu Kashmir Flood) মোকাবিলার কথা মাথায় রেখে পাকিস্তানকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।