দ্য ওয়াল ব্যুরো: ১৯৪৭ সালের দেশভাগের মানচিত্রে একটুখানি রেখার হেরফেরই বদলে দিয়েছিল ভারতীয় ভূরাজনীতি। পাঞ্জাবের গুরদাসপুর জেলা, যা প্রথম ভাগাভাগির খসড়ায় পাকিস্তানের দিকেই গিয়েছিল— শেষ মুহূর্তে চলে এল ভারতের দখলে। এই পরিবর্তনের ফলে বেঁচে যায় জম্মু ও কাশ্মীরের দিকে ভারতের একমাত্র স্থলপথ, পাঠানকোটের রাস্তা। এই পথ ছাড়া ১৯৪৭-এ কাশ্মীর দখল করা ভারতের কাছে প্রায় অসম্ভব ছিল, বলাবলি করেন বহু ইতিহাসবিদের।
প্রথম ভাগাভাগির নকশা: পাকিস্তানের দিকেই গুরদাসপুর