দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদের মর্মান্তিক বিস্ফোরণ (Islamabad Blast) নিয়ে ফের তীব্র কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। মঙ্গলবার ভারত সরকার (India) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (PM Shehbaz Sharif) করা অভিযোগ একেবারেই 'ভিত্তিহীন, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।' নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তানের নেতৃত্ব এখন ভীষণ অস্থির, তাই নিজেদের রাজনৈতিক সংকট থেকে জনগণের নজর সরাতে তারা মিথ্যা বয়ান রটাচ্ছে।