দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা হয়ে গেল সোমবার। আগামী ১১, ১২ এবং ১৫ সেপ্টেম্বর চার্জ গঠন হতে চলেছে। এমনটাই জানিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Court)। এতএব, তিনদিনে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। সুতরাং বলা যায়, এই সংক্রান্ত মামলাগুলিতে বিচার শুরু হতে আর কোনও বাধা নেই।