দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ৩ বছরের বেশি সময়ের কারাবাসের পর মঙ্গলবার অবশেষে জেলমুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দেখা করেছেন তাঁর অনুগামী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে। সূত্রের খবর, বাড়িতে ফেরার পর তিনি জানিয়েছেন, শীঘ্রই কাজে ফিরবেন। পাশাপাশি, কয়েক দিনের মধ্যেই বেহালা পশ্চিম (Behala Paschim) কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। যদিও ঠিক কবে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।