দ্য ওয়াল ব্যুরো: এখনও আইনের চোখে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারেননি, সাসপেনশনের মেয়াদও শেষ হয়নি, তাই পার্থ চট্টোপাধ্যায় যতই দলে ফেরার কথা বলুননা কেন, তৃণমূল তাঁকে এই মুহূর্তে সাদরে গ্রহণ করতে একদমই রাজি নয়। তৃণমূলের মতে পার্থ চট্টোপাধ্যায় দলের ভাবমূর্তির যা ক্ষতি করেছেন, তেমন ক্ষতি আর কেউ করেনি। তাই আপাতত পার্থর জন্য তৃণমূলের দরজা বন্ধ।