দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পাশাপাশি জঙ্গিদের খোঁজে আলাদা করে তল্লাশি অভিযানও চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। তার নাম দেওয়া হয়েছে 'অপারেশন কেল্লার' (Operation Keller)। ইতিমধ্যে এই অভিযানের মাধ্যমে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) শোপিয়ানে পুলিশ ও সেনার যৌথ টিম ৩ লস্কর জঙ্গিকে খতম করেছে। এবার উদ্ধার হল বিপুল অস্ত্র।