দ্য ওয়াল ব্যুরো: একই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, যশস্বী জয়সওয়ালকে এজবাস্টন টেস্টে আর স্লিপে দাঁড় করানো হবে না। বদলে করুণ নায়ার, সাই সুদর্শনরা বাড়তি দায়িত্ব পেতে চলেছেন।
লিডস টেস্টে চারজন ব্যাটসম্যান মিলিতভাবে পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর পরেও ভারত টেস্ট হারে। পাঁচ উইকেট প্রথম ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এই পরাজয়ের জন্য বিশেষজ্ঞদের অনেকেই লাগাতার ক্যাচ মিসকে কারণ হিসেবে দেগে দেন। শতরানের পরেও সহজ সুযোগ হারানোর জেরে ‘খলনায়ক’ বনে যান যশস্বী জয়সওয়াল। যিনি দু’ইনিংস মিলিয়ে মোট চারটি ক্যাচ ছাড়েন।