দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এক্স-এ তাঁর পোস্ট নিয়ে যেমন প্রশংসা হয়, তেমনই কখনও কখনও আবার ধেয়ে আসে অনেক কটাক্ষও। আর সেই কটাক্ষের জবাব দেওয়া বা এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলতে থাকে। সম্প্রতি, বয়স নিয়ে এক ব্যক্তির আপত্তিকর মন্তব্যের মোক্ষম জবাব দিয়েও পরে সেটি মুছে দিয়েছেন বিগ বি।