দ্য ওয়াল ব্যুরো: বল নয়। বলা উচিত ব্রহ্মাস্ত্র!
ইংল্যান্ড টিমের চোখে লর্ডসের ম্লান বিকেলকে আরও মলিন করে তুলছিলেন দুজন—মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টেস্ট জয়ের রাস্তা আস্তে আস্তে আরও জটিল হচ্ছিল। ঐতিহাসিক বিজয় দখলের পথে এগিয়ে চলেছিল টিম ইন্ডিয়া (Team India)।
ঠিক তখনই অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ডেকে নেন তরুণ অফ স্পিনার শোয়েব বশিরকে (Shoaib Bashir)। বাঁ-হাতে চোট, ব্যথায় কাতর। তবু দায়িত্ব বুঝে নিলেন তিনি। আর সেখানেই বদলে গেল খেলার ছবি। আউট করলেন সিরাজকে। ছিনিয়ে আনলেন জয়।