দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের অর্থনীতিকে "মৃত" বলে কটাক্ষ করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন— ভারত এখন বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। শুক্রবার বারাণসীর এক জনসভায় মোদী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে।
তিনি বলেন, “বিশ্বজুড়ে এখন অস্থিরতার আবহ। সব দেশই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতও তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, তাই আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব সময় সজাগ থাকতে হবে।”