দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে সমস্ত বিমানবন্দর (Airports), হেলিপ্যাড, বিমান ঘাঁটি এবং উড়ান প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে জারি হল হাই অ্যালার্ট (High Alert)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা (Terror Attack) করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই সতর্কতা অবলম্বন করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান নিরাপত্তা দফতর (BCAS)।