দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে ফের রক্তচক্ষু দেখিয়ে ড্রোন-বিনাশী 'ভূমিপুত্র' 'ভার্গবাস্ত্রের' সফল পরীক্ষা করল ভারত। নামকরণের নেপথ্যেও রয়েছে এক বিরাট মোচড়। ভার্গব হলেন ভৃগু মুনির বংশজাত। তবে ভার্গব শব্দের ব্যুৎপত্তিগত আরও বহু অর্থ রয়েছে হিন্দু ধর্মে। যেমন শিবের একটি উপাধি হল ভার্গব। এছাড়াও দক্ষ ও নিখুঁত নিশানাবাজ তিরন্দাজকে ভার্গব বলা হয়।