কোচবিহার, রিয়া দাস: আবারও অসম সরকারের এনআরসি নোটিস এল কোচবিহারে। এবার তুফানগঞ্জের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবিকে পাঠানো হল এনআরসি সংক্রান্ত নোটিস।তাঁরও পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল।
জানা গেছে, তুফানগঞ্জ ২নম্বর ব্লকের ৯/২৬ নম্বর বুথের বাসিন্দা মোমিনা বিবি প্রায় ৪০ বছর আগে জীবনে একবার বাংলা থেকে অসমে গিয়েছিলেন। আর সেই একবার যাওয়াই কাল হল মোমিনা বিবির জন্য। এত বছর পর অসম সরকারের তরফে আচমকাই তাঁর নামে পাঠানো হয় ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শালবাড়ি এলাকায়।