দ্য ওয়াল ব্যুরো: আবার জল ছাড়া শুরু করছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। মঙ্গলবার সকাল থেকেই পাঞ্চেত (Panchet) ও মাইথন (Maithon) জলাধার থেকে প্রায় ৪৫ হাজার কিউসেক জল (45 Thousand Cusec Water) ছাড়া শুরুর ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১০ জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।