দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে চোখে পড়ার মতো হল, তিনি সরাসরি জনমানসে সরকারের নানা প্রকল্প তুলে ধরতে সহজ ও ঝরঝরে নামকরণ (Names) করেন। কখনও ছাত্রছাত্রী, কখনও ঘরের মা-বউদের জন্য প্রেক্ষাপট বুঝে একাধিক প্রকল্পের নামকরণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি। এহেন নামের তালিকা যে মুখ্যমন্ত্রীর (WB CM) অফুরন্ত, সে কথা তিনি নিজেই জানালেন বৃহস্পতিবার।