দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৬ (IPL 2026) সিজনের মহানিলামের তারিখ প্রায় ঠিক। রিপোর্ট বলছে, ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম। আগের খবর অনুযায়ী মনে করা হচ্ছিল, নিলাম হবে উপসাগরীয় কোনও শহরে। তবে টাইমস অব ইন্ডিয়ার (Times of India) সর্বশেষ রিপোর্টে দাবি করা হয়েছে—আসর বসবে ভারতে (India)। যদিও বিসিসিআই (BCCI) এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি।