দ্য ওয়াল ব্যুরো: অনেকের মতে, প্রাইস ট্যাগের চাপে আইপিএলে বেলাইন ঋষভ পন্থ। না পেলেন রান, না পারলেন দলকে টেনে প্লে-অফে তুলতে।
যদিও এই তত্ত্ব মানতে নারাজ যোগরাজ সিং। যুবরাজ সিংয়ের বাবা, ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, টাকার অঙ্ক মোটেও ঋষভের বিপর্যয়ের কারণ নয়। তিনি ব্যর্থ হচ্ছেন টেকনিকের গলদের জন্য। আর সেটা একবার বুঝতে পারলে ঋষভকে সংশোধন করাটা স্রেফ ‘পাঁচ মিনিটে’র কাজ!
#REL