দ্য ওয়াল ব্যুরো: আজ আমদাবাদে (Ahmedabad) মহারণ। মুখোমুখি পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ান্স (PBKS vs MI)। নক আউটের লড়াই। পোশাকি নাম ‘কোয়ালিফায়ার ২’ (Qualifier 2)। কিন্তু পাঞ্জাবের কাছে এই ম্যাচ আসলে পড়ে পাওয়া চোদ্দো আনার মতো। গ্রুপ স্তরে ভাল খেলে দু’নম্বরে শেষ করার সুবিধেটুকু জুটেছে। নইলে বেঙ্গালুরুর (RCB) কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর বাড়ি ফিরতে হত।