দ্য ওয়াল ব্যুরো: শোনাতে চান ক্রিকেটের ‘কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা’। কিন্তু কোনও পডকাস্ট কিংবা ইউটিউব সাক্ষাৎকারে নয়। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টাইমাল মিলস (Tymal Mills) এবার এমন এক প্ল্যাটফর্মে পা রাখলেন, যার সঙ্গে ক্রিকেটের নামেমাত্র সম্পর্ক নেই। ‘অনলিফ্যানস’ (OnlyFans), যা কিনা বরাবরই প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য পরিচিত, সেখানে যোগ দিচ্ছেন মিলস। উদ্দেশ্য কোনও দুষ্টুমির ভিডিও নয়, ক্রিকেটের অজানা খবরাখবর পেশ করা।