দ্য ওয়াল ব্যুরো: ললিত মোদী এবং শিল্পপতি বিজয় মালিয়াকে হন্যে হয়ে খুঁজছে ভারত। এদেশ ওদেশ ঘুরে তাঁরা এখন ঠিক কোথায় আছেন, তার আঁচ পাওয়া গেলেও বিভিন্ন কারণে ভারতে প্রত্যর্পণ সম্ভব হচ্ছে না। তাঁদের সেভাবে ট্র্যাক করাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদেশের আইনের চোখে দু’জনেই তাই ফেরার। কিন্তু আইন-আদালতের সেই বাস্তবতাকে যেন একেবারে ছাপিয়ে গেল লন্ডনের এক বিলাসবহুল পার্টি। সেখানেই এই দুই বিতর্কিত ব্যক্তি গলা মেলালেন ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ' আই ডিড ইন মাই ওয়ে'-তে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং ললিত মোদী। যা দেখে তুঙ্গে সমালোচনা।