দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার গুজরাতের ভুজ বিমানঘাঁটিতে পরিদর্শনে যান। সেখানে আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে (IMF) উদ্দেশ করে রাজনাথ বলেন, ঋণজর্জর পাকিস্তানের ২.১ বিলিয়ন ডলার সাহায্য পুনর্বিবেচনা করা হোক। কারণ, পাকিস্তান বরাবর বিদেশি ঋণের অর্থে জঙ্গিদের শাঁসেজলে রাখার কাজ চালায়। জঙ্গিদের আর্থিক মদত দিয়ে ভারতের মানুষের উপর রাষ্ট্রের মদতে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য নিজেদের জমিকে ব্যবহার করতে দেয়।