দ্য ওয়াল ব্যুরো: ২০২০-তে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার চিন সফরে যেতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের শেষ দিকে চিনের কিংডাও শহরে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে চিনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনাথকে।