দ্য ওয়াল ব্যুরো: পুজোর সাজে চশমা নয়, চোখে ঝলমলে লেন্স, এ যেন এখন নতুন ট্রেন্ড। দুর্গাপুজোর দিনগুলোতে অনেকেই চশমাকে বিদায় জানিয়ে কনট্যাক্ট লেন্সের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু উৎসবের আনন্দ কাটতেই এবার দেখা দিচ্ছে চোখের সমস্যা। কারও চোখ লাল হয়ে যাচ্ছে, কারও ফুলে ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি, আবার কেউ ভুগছেন চোখ জ্বালাপোড়া ও চুলকানির মতো সমস্যায়।
এক স্কুল শিক্ষক জানালেন, পুজোর পর থেকে চোখ চুলকাচ্ছিল। এখন ফুলে যাচ্ছে ধীরে ধীরে। ঘুম থেকে উঠলে ঝাপসা হচ্ছে। আরেকজনেরও একই সমস্যা। চোখের ভিতরে ব্রণর মতো ফুলে উঠেছে। হাত দিলেই তীব্র যন্ত্রণা।
#REL