দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দাপট কমলেও ধস থেকে নিস্তার নেই পাহাড়বাসীর। বুধবার সকালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নামে। যার জেরে সড়কপথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। একইসঙ্গে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে তিস্তা নদীর ভাঙন।
ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর। অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মেডিকেলের সুপারের দাবি, প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়। ঘটনাটি লিখিত ভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, মৃত্যুর পর কুকুর দেহ খুবলে খেয়েছে নাকি কুকুরের আক্রমণেই মৃত্যু হয়েছে ভবঘুরের।
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল ৯টা নাগাদ সেবক আউটপোস্টের বাঘপুলের কাছে একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে। গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ধসের পূর্বাভাস পেয়ে গাড়িতে থাকা নিত্যযাত্রীরা কোনওরকমে গাড়ি থেকে নেমে পড়েন, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্ত হুড়মুড় করে নেমে আসা পাথরে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।