শুভদীপ বন্দ্যোপাধ্যায়
নয়ের দশকে টেলিভিশন ইন্ডাস্ট্রিটা একদম অন্যরকম ছিল। তখন সিরিয়াল মানে কলকাতা দূরদর্শন। সারা দুপুর জুড়ে হত একের পর এক বাংলা সিরিয়াল। সেই যুগে এক মিষ্টি মুখ লাজুক নবাগতা স্টুডিও পাড়ায় পা রেখেছিলেন। তিনি ত্রমিলা ভট্টাচার্য। কে জানত ঐ লাজুক মেয়েটি আজকের দাপুটে খলনায়িকা হয়ে উঠবেন।
ত্রমিলা ছিলেন ওড়িশি ডান্সার। নাচের প্রথাগত শিক্ষাই নিয়েছিলেন তিনি নৃত্যগুরুদের কাছে। কিন্তু নাচকে পেশা হিসেবে নিতে অনুমতি দেননি তাঁর বাবা। কিন্তু মেয়ের মনে নাচের পাশাপাশি ছিল অভিনয় করার স্বপ্ন।